ডেস্ক নিউজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বাসন ও পদায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অতীতে ক্যাম্পাসে ‘ত্রাসের রাজনীতি’ করা কিছু শিক্ষক এখনো প্রশাসনের ছায়াতলে গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। তাদের পদোন্নতি ও পুনর্বাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদী সংস্কৃতি’ পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলে দাবি করেন ছাত্রনেতারা।
শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদল ছিল অগ্রণী ভূমিকায়। সেই আন্দোলনে দেড় শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ এখনো ক্যাম্পাসে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে, তাদের বিচার হয়নি। বরং তাদেরই প্রমোশন দেওয়া হচ্ছে। এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ কর্মীরও বিচার হয়নি। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা এ প্রশাসনকে ব্যর্থ প্রশাসন বলব। বিচারের নামে সময়ক্ষেপণ আর চলবে না।
তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষক নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি ও মানসিক নির্যাতন করছেন।
তিনি সতর্ক করে বলেন, কোনো শিক্ষার্থীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে, সেই শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।