Connect with us

top3

রাবিতে নাট্যকলা বিভাগে চলছে ১০ দিনব্যাপী মঞ্চ উৎসব

Published

on

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের আয়োজনে দশ দিনব্যাপী “মঞ্চ উৎসব ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের আবু সাঈদ থিয়েটার ল্যাবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

এবারের উৎসবে বিভাগের ২১ তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ১৯জন শিক্ষার্থীর নির্মিত ১৯টি মঞ্চ নাটক মঞ্চায়িত হচ্ছে। যা তাদের পরীক্ষার অংশ হিসেবে তৈরি স্বাধীন প্রযোজনা। 

মঞ্চায়িত নাটকের মধ্যে জিনিয়াস এন্ড কালচার, ব্যাচেলর  আপারত্মেন্ত, অন্তর্লীন কারাগার, এনিমেল ফার্ম : এ পস্থুমেন টেল ওয়াচ, তেঁতুলগাছ, ৪.৪৮ সাইখোসিস, কল রিভোলিউশন, ভাগাভাগি, পোস্টমোর্টেম উতোপিয়া, সাইকেলঅলা, দ্যা সুয়ান সং, ডাবলু টি, চে’র সাইকেল, দ্যা ওমেন কভার্ড উইথ জুয়েলস দ্যা লেসন, ওয়েস্ট ওয়ার্ড, ভিক্টিমস, দ্যা গেম প্রভৃতি নাটকগুলো উল্লেখযোগ্য। নাটকগুলোতে অভিনয় করছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *