Connect with us

ক্যাম্পাস

ফের রেললাইন অবরোধ রাবি শিক্ষার্থীদের, রাজশাহীর সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ 

Published

on

৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ আবারও অবরোধ করা হয়েছে। রবিবার দুপুর থেকে বিকেল সোয়া ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত  রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

এসময় শিক্ষার্থীরা- ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাই নাই’, ‎‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে পিএসসি কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন,‘আমাদের একটাই দাবি, সেটা হলো লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা। আমরা চাই দ্রুত পড়ার ফেরার টেবিলে ফিরে যেতে।’

আরেক আন্দোলনকারী এবং শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে৷ গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।’

তিনি বলেন, ‘দ্রুত সময়ে নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ প্রদান করতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এর আগে শনিবার বিকেল থেকে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তারা। যার ফলে উত্তরবঙ্গের সাথে সারাদেশের প্রায় ৬ ঘন্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *