ইবি প্রতিনিধি:
বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রাশেদুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া পরিচালিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিলের আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দীন খান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী-সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোনাজাতে আল্লাহ তায়ালা যেন রাশেদুল ইসলামকে শাহাদাতের মর্যাদা দান করেন সেই প্রার্থনা করা হয়। এছাড়াও তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক কামনা করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুন বাসা থেকে ক্যাম্পাসে আসার সময় কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে মারা যান ইবি আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।