অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুবাদের এই বৈশ্বিক আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচেই তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
ম্যাচের প্রেক্ষাপট ও প্রস্তুতি
টুর্নামেন্টটি ১৫ জানুয়ারি শুরু হলেও বাংলাদেশের এটিই প্রথম ম্যাচ। অন্যদিকে, ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে শুভসূচনা করেছে। ভারতের বোলিং ইউনিটের দারুণ ফর্ম (বিশেষ করে হেনিল প্যাটেলের ৫ উইকেট) আজিজুল হাকিম তামিমের দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশ দলও সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ খেলেছে, যা তাদের আত্মবিশ্বাস জোগাবে।
দুই দলের শক্তি ও ইতিহাস
ভারত: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল তারা, শিরোপা জিতেছে ৫ বার (সর্বশেষ ২০২২ সালে)।
বাংলাদেশ: ২০২০ সালে ভারতকে হারিয়েই নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল লাল-সবুজরা।
মুখোমুখি পরিসংখ্যান: যুব ওয়ানডেতে দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে ২১ বার এবং বাংলাদেশ ৬ বার (১টি ম্যাচ পরিত্যক্ত)।
বাংলাদেশের পরবর্তী সূচি
‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচগুলো হলো:
২০ জানুয়ারি: বনাম নিউজিল্যান্ড (বুলাওয়ে)
২৩ জানুয়ারি: বনাম যুক্তরাষ্ট্র (হারারে)
সরাসরি দেখার সুযোগ
ক্রিকেট ভক্তরা র্যাবিটহোল (Rabbithole) অ্যাপ বা ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া স্টার স্পোর্টস নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বাংলাদেশের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।