Connect with us

top3

‘ওয়েস্ট ব্যাংক সংযুক্তি নিয়ে মত বদলাবেন ট্রাম্প’

Published

on

ইসরায়েলের ফার-রাইট অর্থমন্ত্রী বেযালেল স্মোট্রিচ আবারও দাবি করেছেন, ইসরায়েলকে দখলকৃত পশ্চিম তীরের ওপর “সার্বভৌমত্ব” ঘোষণা করতে হবে এবং “একটি প্যালেস্টাইনি রাষ্ট্র” ধারনাটিকে নির্মূল করা উচিত।

X-এ দেওয়া দীর্ঘ বিবৃতিতে স্মোট্রিচ বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ ট্রাম্প “সার্বভৌমত্ব থেকে সরে এসে তাতে ছাড় দিয়েছেন এবং সম্ভবত গাজায় একটি চুক্তি ও আব্রাহাম চুক্তি সম্প্রসারণের বিনিময়ে সেটা আরব দেশগুলোর কাছে ‘বিক্রি’ করেছেন”। তিনি বলেন, “میں নিশ্চিত যে যেমন বন্দিদের বিষয়টিতে হয়েছে তেমনি প্রেসিডেন্ট (ট্রম্প), যিনি ইসরায়েলের সত্যিকারের বন্ধু এবং প্রকৃতপক্ষে এর মঙ্গল চান, যখন বুঝবেন এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও অস্তিত্বগত হবে তখন তিনি তার মতামত পরিবর্তন করবেন।”

বৃহস্পতিবার ইসরায়েলি সরকার দুইটি খসড়া বিল পাস করেছে — একটি দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্তির (অ্যানেক্সেশন) দিকে ঠেলে দেয়ার প্রস্তাব এবং অন্যটি একটি অবৈধ বসতি আইনগত করা। তবে ওই সিদ্ধান্তটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে সমালোচনা ও প্রতিক্রিয়া মেনে নিতে হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *