Connect with us

top1

নবীন ছাত্রীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইনের মাধ্যমে নোবিপ্রবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ 

Published

on

ডেস্ক নিউজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তো প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, নোবিপ্রবি শাখা।

গতকাল (২৪ অক্টোবর) নোয়াখালী জেলা শহরের হোয়াইট হল কমপ্লেক্সে আয়োজিত নবীন ছাত্রীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদের সুমধুর ধ্বনিতে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এরপর স্বাগত বক্তব্য ও অভ্যর্থনা সংগীতের মধ্য দিয়ে নবীনদের প্রাণবন্ত আগমন উৎসবের আমেজ সৃষ্টি করে।

আয়োজকদের মতে, এই অনুষ্ঠান শুধু এক স্বাগত আয়োজন নয়। বরং এটি এক অনুপ্রেরণার পথযাত্রা, যেখানে মিশে আছে জ্ঞান, সংস্কৃতি ও আত্মগঠনের অঙ্গীকার।

আয়োজক সূত্রে আরো জানা যায়, এটি ছিল নোবিপ্রবিতে ইসলামী ছাত্রীসংস্থার প্রথম প্রকাশ্য আয়োজন। তবে সংগঠনের নেতৃত্বে কারা রয়েছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

দিনের শেষভাগে সমাপনী সংগীতের সুরে শেষ হয় অনুপ্রেরণাময় এই অনুষ্ঠান। নবীনদের মুখে হাসি, হৃদয়ে আশাবাদ, আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শেষ হয় নোবিপ্রবির ছাত্রীদের এক স্মরণীয় দিন।

প্রসঙ্গত, এসময় নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, কলম, চাবির রিং ও নোটবুকসহ নানান উপহার তুলে দেন আয়োজকরা। পাশাপাশি তাদের জন্য ছিল ক্যারিয়ার গাইডলাইন সেশন, জীবনবোধ ও সাফল্যের কৌশল নিয়ে প্রজ্ঞামূলক আলোচনা এবং ইসলামী সংগীতের মর্মস্পর্শী পরিবেশনা। দেশাত্মবোধক গীতি আলেখ্য ও আহ্বানমূলক বক্তব্যে অনুষ্ঠানটি পায় বিশেষ মাত্রা। পুরো আয়োজন জুড়ে নবীনদের মাঝে ছড়িয়ে পড়ে এক নতুন উদ্দীপনা। নিজেদের উন্নয়ন, মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রতি অঙ্গীকারের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *