Connect with us

আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ২১

ছবি-সংগৃহীত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে। এতে বাসে থাকা আরও ২১ জন দগ্ধ হয়ে আহত হন। সূত্র টাইমস অব ইন্ডিয়া

পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় অনেকেই বের হতে পারেননি। কিছু যাত্রী জানালা ভেঙে প্রাণ রক্ষা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু ততক্ষণে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা জানায় নিহতদের অনেকের মরদেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে, পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা গেলেও ৯ জনের পরিচয় অজানা। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তার সন্ধানে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ।

এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে সরকারি সফরে দুবাইয়ে থাকা মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি মুখ্যসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দিয়েছেন এবং আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *