Connect with us

বিনোদন

আধ্যাত্মিকতার খোঁজে আশ্রমে জ্যাকলিন

Published

on

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘হাউসফুল ৫’। ছবিটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সিনেমার গল্প, তারকাদের অভিনয় সবকিছু নিয়েই আলোচনা চলছে। সিনেমা মুক্তির পর যখন সময়টা উপভোগের, তখনই গ্ল্যামারের জগৎ ছেড়ে অন্য এক জগতে পা বাড়ালেন অভিনেত্রী।

আড়ম্বরপূর্ণ জীবনধারা ছেড়ে এবার আধ্যাত্মিকতার খোঁজে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন তিনি। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের।

গুরুর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’

ছবিতে দেখা যায়, জ্যাকলিনের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। সাজের ছিটেফোঁটাও নেই। কেবল গুরুদেবের উপস্থিতিতেই যেন শান্তি খুঁজে পেয়েছেন তিনি। আশ্রমে শুধু গুরুদেবই নয়, হাতি, ঘোড়া, বাছুর, ষাঁড়দের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, জ্যাকলিন বহু দিন ধরেই আলোচনায় রয়েছেন তার কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত!

Published

on

By

বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম গুঞ্জন নিয়ে বেশ সরগরম বি টাউন। এমন সময়ে বিস্ফোরক এক পোস্ট দিয়ে তোলপাড় ফেলে দিলেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন। সামাজিক মাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন তিনি; আর তা নিয়েই শোরগোল নেটমাধ্যমে।

শোনা যাচ্ছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমে মজেছেন দিশা পাটানি। এমন গুঞ্জনের মাঝে সেই গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের পোস্ট নিয়েই আলোচনা। সেই পোস্টে কারও নাম না উল্লেখ করলেও সোনি কৌর দিয়েছেন এক ভয়াবহ ইঙ্গিত।

পোস্টে সোনি কৌর লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি (HIV) বা যৌনবাহিত রোগের নয়; মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম উল্লেখ না করলেও সোনির সেই পোস্টটি তালবিন্দরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন; এতে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ সত্যিই কোনো গুরুতর রোগে আক্রান্ত? যদিও এমন বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর, এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি।

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনার সূত্রপাত। সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ রসায়ন সবার নজর কাড়ে। তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট এখন বড় প্রশ্ন তুলছে।

Continue Reading

top2

রাফসান-জেফারের বিয়ের গুঞ্জন

Published

on

By

গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই এত দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। এ সময়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তাঁরা। শোনা যাচ্ছে, এবার প্রেমে সিলমোহর দিতে যাচ্ছেন এই দুই তারকা।

আগামীকাল বুধবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। খবরটি নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন। তাঁরা জানান, সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে, আগামীকাল ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন।

২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন রাফসান। সম্পর্কের পাট চুকিয়ে নেওয়ার খবরটি রাফসান তাঁর ফেসবুকে জানান। তিনি লেখেন, ‘বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

ভাঙনের খবর দেওয়ার পরই মুখ খোলেন স্ত্রী সানিয়া সুলতানা এশা। জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই যখন চলছিল, ঠিক তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। কেউ কেউ মন্তব্য করেন, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথে বেছে নিয়েছেন রাফসান।

Continue Reading

top3

আশরাফ হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা!

Published

on

By

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন আশরাফ হাকিমি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন শিরোপার ট্রেবল। প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাসহ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন মরক্কোর ইতিহাসে অন্যতম সেরা রাইটব্যাক।

এত সুসংবাদের ভীড়ে আরেকটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ডালপালা মেলেছে। মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমি। কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন (আফকন) ফুটবল ম্যাচ দেখতে যান বলিউড কন্যা। তার পর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে তার নাম জড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। এ সময় নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তার অনুরাগীদের। তার পরেই জল্পনা কল্পনার শুরু। নেটিজেনদের অনুমান, আশরফের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।

বলিউড পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এ বার আরও ঘনীভূত হল। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।’ এই বিষয়ে অবশ্য নোরা বা আশরাফ কেউই কিছু বলেননি। কিন্তু নোরার ছবিতে আশরাফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানের প্রথম সারির ফুটবল তারকাদের মধ্যে আশরাফ অন্যতম। অন্য দিকে কয়েকটি মিউজ়িক ভিডিওর মাধ্যমে নোরারও আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছে। গত বছরই আমেরিকার ছোটপর্দার অনুষ্ঠান ‘দ্য জিম্মি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন নোরা। কিছু দিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি কাজ করেছেন নোরা।

Continue Reading

Trending