সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘হাউসফুল ৫’। ছবিটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সিনেমার গল্প, তারকাদের অভিনয় সবকিছু নিয়েই আলোচনা চলছে। সিনেমা মুক্তির পর যখন সময়টা উপভোগের, তখনই গ্ল্যামারের জগৎ ছেড়ে অন্য এক জগতে পা বাড়ালেন অভিনেত্রী।
আড়ম্বরপূর্ণ জীবনধারা ছেড়ে এবার আধ্যাত্মিকতার খোঁজে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন তিনি। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের।
গুরুর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’
ছবিতে দেখা যায়, জ্যাকলিনের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। সাজের ছিটেফোঁটাও নেই। কেবল গুরুদেবের উপস্থিতিতেই যেন শান্তি খুঁজে পেয়েছেন তিনি। আশ্রমে শুধু গুরুদেবই নয়, হাতি, ঘোড়া, বাছুর, ষাঁড়দের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, জ্যাকলিন বহু দিন ধরেই আলোচনায় রয়েছেন তার কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে।