ডেস্ক নিউজ
“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করেছেন। নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এখনে আমরা আমরা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিতার রাজনীতি করতে এসেছি”, বলে মন্তব্য করেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে গকসুর শপথগ্রহণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।
অনুষ্ঠানের আহ্বায়কের বক্তব্য রাখেন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সিরাজুল ইসলাম।
শপথ গ্রহণের পর গকসুর নব নির্বাচিত অর্থ সম্পাদক বলেন, “এই দায়িত্ব একটি জবাবদিহিতা মূলক দায়িত্ব। আমি চাই এখানে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আর্থিক ব্যায়ের হিসাব ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত করা হোক, যাতে সবাই তাদের হিসাব জানতে পারেন। আমি চাই সকলের দায়িত্ব, আস্থা ও অঙ্গীকারের মাধ্যমে আমরা এই সংসদ পরিচালনা করবো।”
সভাপতির বক্তব্যে গকসু সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, “নির্বাচন নিয়ে কারো প্রশ্ন থাকলে সে জবাব আমরা দিবো। তবে আবারো বলছি নির্বাচন স্বচ্ছ, সুন্দর এবং দৃষ্টান্তমূলক হয়েছে। দায়িত্বশীলরা নির্বাচন সংক্রান্ত এই কাজ কঠোর সচেতন এবং দক্ষভাবে পরিচালনা করেছেন”।
তিনি আরো যোগ করেন, “বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে শুধু গণ বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ আছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার আমাকে অনেক আগেই নির্দেশনা দিয়েছিলেন যে, শিক্ষকদের ভয়েস রেইজ করার জায়গা থাকলেও স্টুডেন্টদের নাই। কিন্তু তখন দেশীয় রাজনৈতিক সমস্যার করণে বিলম্ব হয়েছে।”
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথগ্রহণ শেষে তারা গণ বিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণ পুরুষ বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করেন।