Connect with us

top1

গোলাম আযম-নিজামীর পথেই ডা. শফিক : টানা তৃতীয়বার জামায়াতের আমির হচ্ছেন 

Published

on

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক ঐতিহ্যের পথেই হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামীর মতো টানা তৃতীয় মেয়াদে মসনদে বসতে যাচ্ছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান। অক্টোবর থেকে শুরু হওয়া দলটির অভ্যন্তরীণ আমির নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে এমনটাই জোর গুঞ্জন চলছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বর্তমান আমিরের প্রতি নিরঙ্কুশ সমর্থন থাকায় তার পুনর্নির্বাচন এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন নেতাকর্মীরা।

জামায়াতের একাধিক কেন্দ্রীয় ও জেলা নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দেশজুড়ে দলের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে মাসব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। দলের গঠনতান্ত্রিক এই প্রক্রিয়াকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডা. শফিকুর রহমান।

কেন এগিয়ে ডা. শফিক

দলীয় সূত্র জানায়, জামায়াতের রাজনীতিতে বর্তমান পদাধিকারীকে বিনা কারণে সরিয়ে দেওয়ার নজির নেই। শারীরিক বা মানসিকভাবে সক্ষম থাকলে এবং স্বপদে থাকতে চাইলে রুকনরা সাধারণত বর্তমান আমিরকেই পুনরায় নির্বাচিত করেন। ছাত্রশিবিরের রাজনীতিতেও একই ধরনের সাংগঠনিক শৃঙ্খলা দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, ‘ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দল বর্তমানে সুসংগঠিত ও গতিশীল। তার যুগোপযোগী সিদ্ধান্ত এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। তাই রুকনরা তার ওপরই আস্থা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।’

নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, ‘সংগঠনের স্বার্থেই মুহতারাম আমিরের ধারাবাহিক নেতৃত্ব প্রয়োজন। তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন।’

নির্বাচনী প্রক্রিয়া ও সম্ভাব্য প্যানেল

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শূরা তিনজনের একটি প্যানেল চূড়ান্ত করে। রুকনরা এই তিনজনের মধ্যে একজনকে ভোট দেন। ডা. শফিকুর রহমান স্বাভাবিকভাবেই এই প্যানেলে থাকছেন। তার সঙ্গে অন্য দুজন হিসেবে আলোচনায় রয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মিয়া গোলাম পরওয়ার।

চলতি বছরের নির্বাচন পরিচালনার জন্য সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুমকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত আমির ২০২৬, ২০২৭ ও ২০২৮—এই তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

অনুকূল পরিবেশে নির্বাচন

প্রায় এক যুগ পর এবার তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে জামায়াতের আমির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে বিগত বছরগুলোতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ বেগ পেতে হয়েছে। এবার জেলা পর্যায়ে রুকন সম্মেলনগুলো আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য মাওলানা ছাইফ উল্লাহ।

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন। সম্প্রতি অসুস্থতার কারণে তার বাইপাস সার্জারি হলেও তিনি দ্রুত আরোগ্য লাভ করে সাংগঠনিক কার্যক্রমে পুরোপুরি সক্রিয় হয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.