Connect with us

সারাদেশ

নওগাঁয় হাঁস মারাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ২

ছবি- সংগৃহীত

ডেস্ক নিউজ

নওগাঁর বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্রকরে  দু’পক্ষের সংঘর্ষে আব্দুল লতিফ (৫০) নামে এক জনের নিহত  হয়েছে। নিহত আব্দুল লতিফ হলেন, উপজেলার সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের বাসিন্দা খোকা মন্ডলের ছেলে, আব্দুল লতিফ ছিলেন পেশায় একজন ট্রাক ড্রাইভার

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবারে ২৯ শে সেপ্টেম্বর লতিফ ড্রাইভারের একটি হাঁস ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আহত হলে লতিফের পরিবার হাঁসটি জবাই করে এবং মাংস ফ্রিজে সংরক্ষণ করেন। 

সেই হাঁসকে কেন্দ্র করে মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর  দুপুর আনুমানিক ১১টার দিকে 

সদর ইউনিয়নের সোহাসা গ্রামের আব্দুল জলিলের ছেলে ভ্যান চালক সবুজ হোসেন, লতিফের বাড়ির সামনে আসিলে, লতিবের লোকজন সবুজ হোসেনের পথ রোধ করে হাঁস মারার ঘটনাটি জানতে ও জরিমানার দাবী নিয়ে এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় । 

এ সময় স্থানীয়রা মীমাংসার জন্য জবাই করা হাঁসের মাংস ভ্যান চালক সবুজ হোসেনকে দিতে বলে এবং সবুজ হোসেনকে ১টি হাঁস  কিনে লতিফকে দিতে বলে। ঘটনাটি সবুজের পরিবার জানতে পারলে সবুজের পিতা আব্দুল জলিল, মা আদরী খাতুন ও ভাই শাকিল হোসেন মিলে দুপুর ১ টার দিকে লতিফের বাড়িতে আসিলে পুনরায় আবার সংঘর্ষে জড়ায় তারা।

ঘটনার কিছুক্ষণ পর লতিফ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর  আড়াইটার দিকে আব্দুল লতিফ মৃত্যুবরণ করেন । বর্তমানে তার মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায় ।

ঘটনার খবর পেয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুল জলিল (৫৫) ও তার স্ত্রী আদুরী খাতুনকে (৪০) গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.