রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে ২১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সহ-সভাপতি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম প্রতিদ্বন্দিতা করবেন।
অন্যদের মধ্যে, ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শীত কুমার ওরাং , সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তাঞ্চঙ্গা , সহসাংস্কৃতিক সম্পাদক মো: লাদেন , ছাত্রী বিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুনান হাওলাদার , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপাল রায়, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক আর-রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম রিজন।
এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেরদৌস শরিফ, ইমাম হোসাইন, হাফিজুরুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ৫টি পদে প্যানেল থেকে তিন জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন জন হলেন, তাসিন খান, মাহাইর ইসলাম, গোপাল রায় ।
প্যানেল ঘোষণার আগে সাবেক ভিপি প্রার্থী তাসিন খান বলেন, ‘আমরা মনে করি রাকসু হবে সকল মত, শ্রেণী ও শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত প্রতিশ্রুতি। আমরা চাই এমন একটি রাকসু যেখানে প্রতিটি শিক্ষার্থী বুঝবে তার শিক্ষা শুধু নিজের জন্য নয় বরং সেইসব বাবা মা কৃষক শ্রমিকের জন্য যারা এই বিদ্যাপীঠকে বাঁচিয়ে রেখেছে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় পেতে চাই যেখানে গবেষণা সংস্কৃতি ও নেতৃত্ব সাধারন জনগনের জীবনে পরিবর্তন আনে।’
এর আগে গত বুধবার দুপুরে সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষিত হয়। এতে সহ-সভাপতি পদে লড়বেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।
সমন্বয়কদের পৃথক প্যানেলের বিষয়ে তাসিন খান বলেন, ‘এখনো বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা একত্রে দাড়াব একসাথে প্রতিবাদ করব। কিন্তু বিষয়টা ভাঙ্গনের না, আমরা যখন রাকসু নিয়ে কাজ করছি তখন এটা তো মতাদার্শিক ভাঙ্গনের জায়গা না। আমরা আলাদা প্যানেল দিয়েছি মানে এই না আমাদের মতাদর্শে অমিল রয়েছে। আমাদের রাকসু নিয়ে প্রচার প্রচারণা ভাবনা এসবের ভিন্নতার কারণে আমরা আলাদা আলদা ভাবে কাজ করছি। এখানে আমার ভাবনা যেমন সৎ তেমনি আমার সহযোদ্ধা, বড়ভাই তাদেরোও রাকসু নিয়ে ভাবনা সৎ কোনো ফাটলের বিষয় না।’
প্রান্ত কুমার দাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৭৫১৬৮৭৪৪৯
১১ সেপ্টেম্বর, ২০২৫