ডেস্ক নিউজ
আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে সিআইডি। রবিবার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ফিলিপাইনের আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ বাজেয়াপ্তির অনুমোদন পাওয়া যায়। এই অর্থ বাংলাদেশের রিজার্ভে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে স্থানান্তরিত ৮১ মিলিয়ন ডলার এখন বাজেয়াপ্ত হলো। সিআইডি কর্মকর্তারা আশা করছেন, এই অর্থ দ্রুত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।