ডেস্ক নিউজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অঙ্গ সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে গজল, হামদ, নাত ও কাওয়ালিসহ নানা ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। অংশগ্রহণ করে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন সংগঠন। জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও ব্যান্ড ‘হ্যাভেন টিউন’ও কণ্ঠ দেন এতে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম বলেন, মো. ফারুকের নেতৃত্বে দুটি অভিনয় দল থাকবে। আবৃত্তি করবেন মুকুল হোসেন। শিক্ষার্থীদের বিনোদন ও মানসিক প্রশান্তির কথা মাথায় রেখেই এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এসময় জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ২০০৬ সালে শহীদ হওয়া ফয়সালকে এবং জুলাই আন্দোলনের শহীদ একরামুল হক সাজিদকে। একই সঙ্গে আহত সকল শিক্ষার্থীর সুস্থতা কামনা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব অটুট থাকুক—এই প্রত্যাশা নিয়েই আমাদের এই আয়োজন।