দেশের আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে বিজিবি সদরদপ্তর থেকে জানানো হয়, ‘রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।’
তবে কত পন্টুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেই সংখ্যা সদরদপ্তর থেকে জানানো হয়নি।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে।
দলটির কর্মসূচির মধ্যে সোমবার ও মঙ্গলবার ঢাকার অন্তত আটটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও কয়েকটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে।