ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগ ও অফিসে ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, মাল্টিমিডিয়া ইত্যাদির হিসাব চেয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার অফিসে হিসাব দেখাতে বলা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বল হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত যন্ত্রপাতিগুলো সরকারের কোন খাত থেকে কেনা হয়েছে অথবা কিভাবে পেয়েছেন, বর্তমানে কোন অবস্থায় আছে বা কে ব্যবহার করছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার অফিসে প্রেরণ করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।