ডেস্ক নিউজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -সহ তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জোটের অন্য ২টি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।
দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷
ইতিপূর্বে, নভেম্বরের শেষ দিকে একটি নির্বাচনী জোটের আলোচনা সামনে আসে। সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি জোট গড়ার আলোচনা শোনা গিয়েছিল।