Connect with us

ক্যাম্পাস

চিকিৎসাধীন অবস্থায় ইবি শিক্ষার্থীর মৃত্যু 

Published

on

ইবি প্রতিনিধি 

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজ কল্যাণ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

জানা যায়, পূজার ছুটিতে বাড়িতে গিয়ে গত ৩ অক্টোবর   সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ একমাস চিকিৎসাধীন থাকার পরও আশানুরূপ ফলাফর পাওয়া যায়নি।

উপরন্তু গতকাল (২৯ অক্টোবর)  রাতে ডাইরিয়ায় আক্রান্ত হন তিনি৷ পরে আজ বৃহস্পতিবার তার অপারেশনের কথা থাকলেও তীব্র পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। পরে অক্সিজেনের অভাবে মারা যান তিনি।

এ বিষয়ে সমাজ কল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আসমা খাতুন বলেন, ছেলেটা কয়কদিন পূর্বে এক্সিডেন্ট করেছিল। অসুস্থ অবস্থায় ছিলো। আজ অপারেশন করার কথা ছিলো।  কিন্তু অপারেশনের পূর্বে তার অক্সিজেন কমে গেলে মারা যায়। তার মৃত্যুতে আমরা সমাজকল্যাণ বিভাগ পরিবার গভীরভাবে শোকাহত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *