Connect with us

top1

পশ্চিম তীর দখলে ইসরাইলের পার্লামেন্টে বিল পাস

Published

on

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখলের পথে ইসরাইল। এরইমধ্যে পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার সমতূল্য। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। খবর আল জাজিরার।

মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটির পক্ষে ২৫ টি আর বিপক্ষে পড়ে ২৪ টি ভোট। এটি আইন হিসেবে কার্যকর হতে আরো তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন।

বিলটি পাস হলে ইসরাইল দখলকৃত ফিলিস্তিনি ভূমির ওপর পূর্ণ কর্তৃত্ব দাবি করবে।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের এক বিবৃতিতে বলা হয়েছে যে, ‘জুডিয়া এবং সামেরিয়া (পশ্চিম তীর) অঞ্চলে ইসরাইল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগের জন্য’ বিলটি প্রথম ধাপে অনুমোদিত হয়েছে। এটি এখন আরো আলোচনার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে যাবে।

এক বিবৃতিতে লিকুদ পার্টি এই ভোটকে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বিরোধীদের আরেকটি উস্কানি’ বলে অভিহিত করেছে।

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার বিরোধিতা করেন। এরমাত্র এক মাস পর এই ভোট অনুষ্ঠিত হলো। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে আরো জোরদার করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে ইসরাইল সফরে রয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *