Connect with us

ক্যাম্পাস

সিরোসিসে আক্রান্ত হয়ে ইবি শিক্ষার্থী শান্তার মৃত্যু, শাখা ছাত্রদল-ছাত্রশিবিরের শোক

ইবি প্রতিনিধি:

ভারতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাখা ছাত্রশিবির।

শনিবার (২১ জুন) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। অন্যদিকে ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজে শোক জানানো হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।

শোকবার্তায় ছাত্রদল জানান, শান্তা চিকিৎসারত অবস্থায় ভারতের রেলা হসপিটালে আনুমানিক রাত ১ টার দিকে মৃত্যুবরণ করেন। শান্তা দীর্ঘদিনযাবৎ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মে লিভার ট্রান্সপ্ল্যান্ট অপারেশন সম্পন্ন হয়েছিল এবং তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। মর্মান্তিক মৃত্যুতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমি মিথুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে ওই শিক্ষার্থীর বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন, “শান্তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। সে খুবই মনোযোগী ছাত্রী ছিল। এমনকি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরও পরীক্ষা দিতে পারবে কিনা সে ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছিলো। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। তার রুহের মাগফেরাত এবং তার পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক সেই কামনা করছি।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.