Connect with us

top1

৫ ফিলিস্তিনি বন্দি ও ৪৫ মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দি মুক্তি ৪৫ ফিলিস্তিনির মরদেহ করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, গত সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া ওই পাঁচ ফিলিস্তিনি বন্দিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল থেকে ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ গ্রহণ করেছে। 

প্রতিবেদনটিতে আরোও বলা হয়েছে, মুক্তি পাওয়া বন্দিদের দেখতে ও নিখোঁজ স্বজনদের খোঁজ নিতে হাসপাতালে ভিড় করেন অসংখ্য আত্মীয়স্বজন। কেউ কেউ আনন্দে মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরেন। আবার কেউ উদ্বেগভরে নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য অনুসন্ধান করছেন।

হাসপাতালের বাহিরে অবস্থান করা আল জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি জানান, যুদ্ধবিরতির পর এটাই প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে।

জানা গেছে, বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলে বন্দি রয়েছেন। যাদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। অধিকার সংগঠনগুলো এসব আটককে ‘নির্বিচারে বন্দিত্ব’ হিসেবে উল্লেখ করছে।

এর আগে গত সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ইসরায়েল ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। এতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত পাওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে।

তারা আরও জানায়, এখন পর্যন্ত ৭৮টি মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে। অনুমোদিত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী বাকি মরদেহগুলোর পরীক্ষার কাজ চলছে। এরপর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *