Connect with us

top1

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার

Published

on

EC to hold dialogue with 12 parties, including Jamaat, on Monday Dhaka জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। সংলাপের তৃতীয় দিনে সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সঙ্গে মতবিনিময় হবে।
এর আগে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করবে ইসি। একই দিন দুপুরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে আলোচনা হবে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আলোচ্যসূচিতে থাকছে—
✔ নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলের করণীয়
✔ আচরণবিধি প্রতিপালন ও অঙ্গীকারনামা সম্পাদন
✔ নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা
✔ মিসইনফর্মেশন ও ডিসইনফর্মেশন প্রতিরোধ
✔ নির্বাচনে এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণ
✔ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা
✔ লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে বৈষম্য না করা
✔ ধর্মীয় উপসনালয়কে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *