Connect with us

top1

Published

on

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, অনিশ্চয়তার সুযোগ নেই: মির্জা ফখরুল

অলটাইম নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে স্পষ্ট জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান যে দিকনির্দেশনা দিয়েছেন, আমরা তার ভিত্তিতেই প্রস্তুতি নেবো।”

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে তিনি বলেন, “এ সফর অত্যন্ত সফল হয়েছে। জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা কয়েকটি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন—এটি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।”

তিনি আরও জানান, জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রবাসীদের আয়োজিত বিভিন্ন সভায় অংশ নেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ঐক্যের পক্ষে সহায়ক ভূমিকা রাখবে।

নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল তা গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এটা কোনো বড় বিষয় নয়। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ ধরনের আচরণ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.