Connect with us

তথ্য ও প্রযুক্তি

গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এআই ‘অ্যাটলাস’ ব্রাউজার আনলো ওপেনএআই

Published

on

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মোচন করেছে। গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ অক্টোবর) ম্যাকওএস-এর জন্য অ্যাটলাস উন্মুক্ত করা হয়। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, অ্যাটলাস সম্পূর্ণভাবে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি এবং এতে প্রচলিত অ্যাড্রেস বার বা ওয়েব ঠিকানার ঘর নেই— যা ব্রাউজিংয়ের প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে।

নতুন ব্রাউজারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তাদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর নতুন পথ খুঁজছে। ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে একটি ‘পেইড এজেন্ট মোড’ থাকবে, যা ব্যবহারকারীর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান পরিচালনা করবে।

এই ফিচারটি কেবলমাত্র চ্যাটজিপিটি’র অর্থপ্রদত্ত গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। এটি ব্যবহারকারীর ব্রাউজিং প্রেক্ষাপটে কাজ করে অনুসন্ধানকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে।

ওপেনএআই সম্প্রতি তাদের অনলাইন পরিষেবায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ইটসি ও সপিফাই এবং বুকিং সাইট এক্সপেডিয়া ও বুকিংডটকম-এর সঙ্গে অংশীদারিত্ব।

চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত ওপেনএআই ডেভডে ইভেন্টে অল্টম্যান জানান, বর্তমানে চ্যাটজিপিটি’র সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৮০০ মিলিয়ন, যা ফেব্রুয়ারিতে ছিল ৪০০ মিলিয়ন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *